এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী চ্যাংড়াবান্দা সীমান্তে শফিকুল ইসলাম(৩৪) নামে এক বাংলাদেশি গরুর রাখালকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১৬মে) রাত সাড়ে ৮ টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী চ্যাংড়াবান্দা সীমান্তের ৮৪২/৪ এস নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আটক বাংলাদেশি শফিকুল ইসলাম পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মংলীবাড়ী এলাকার হাসান আলীর ছেলে। সীমান্ত সুত্রগুলো জানান, ঐ সীমান্ত হয়ে ভারতে গরু নিতে যায় গরুর রাখাল শফিকুল ইসলাম। গরু নিয়ে ফেরার পথে ভারতের অভ্যন্তরে ভারতীয় ৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্দা ক্যাম্পের টহল দল তাকে আটক করে। এ ঘটনায় বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কড়াপ্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবানে বিএসএফকে পত্র পাঠিয়েছে। বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল গোলাম মোর্শদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে।