এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৫ মে) দুপুর ১২ টায় বেগুনবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে এই উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষ্যে এক উন্মুক্ত আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
বেগুনবাড়ী ইউপি চেয়ারম্যান বনি আমিন সরকারের সভাপতিত্বে উক্ত উন্মুক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দানারহাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. হাসান আলী, বেগুনবাড়ী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মুকিমউদ্দীন, আলহাজ্ব আ. জব্বার, তোফাজ্জল হোসেন মাষ্টারসহ আরও অনেকে।
পরে বেগুনবাড়ী ইউপি সচিব সহিদুল ইসলাম ২০১৭-১৮ অর্থবছরে রাজস্বের হিসাব পেশ করেন।
রাজস্ব আয় ১৯,৬৪,৭০০ টাকা
রাজস্ব ব্যয় ১৯,৪৬,০০০ টাকা
উন্নয়ন আয় ৭৭,১৬,৭০০ টাকা
উন্নয়ন ব্যয় ৮,৪০,০০০ টাকা
উদ্বৃত্ত ১৮,৭০০ টাকা
উন্মুক্ত বাজেট সভায় তিনি এসব হিসেব প্রদান করেন।
উল্লেখ্য, উক্ত উন্মুক্ত বাজেট আলোচনায় বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদ সদস্য, স্কুল শিক্ষকসহ বিভিন্ন ওয়ার্ডের সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।