গত সোমবার নোকিয়ার তরফে ছোট্ট একটা ট্যুইট! আর তাতেই তোলপাড় হয়ে গিয়েছিল গোটা গেজেট বিশ্ব৷টুইটে একটি কালো বাক্সের ছবি, পাশে লেখা ছিল Guess what? কি রয়েছে এই কালো বাক্সে? কেউ ভাবছে সেটটপ বক্স, কেউ ভাবছে ক্রোম বাক্স, আবার কেউ ভাবছে, হবে কোনও গেজেট হাব। সব জল্পনা থামিয়ে আজ, মঙ্গলবার ব্ল্যাকবক্সের রহস্যভেদ করল নোকিয়াই। বাজারে এলো তাদের নোকিয়ার N1 অ্যান্ড্রয়েড ট্যাবলেট।
ফোনের দুনিয়া থেকে কিছুদিন হল বিদায় নিয়েছে নোকিয়া নাম৷অধিগ্রহণের ফলে সাধের নোকিয়া নাম এখন মাইক্রোসফটের দখলে৷তাই বলে নোকিয়ার অস্তিত্ব কি একেবারে হারিয়ে যাবে? তা হয় নাকি! বাজার দখলের নয়া লড়াইয়ে নোকিয়ার নবতম হাতিয়ার N1 অ্যান্ড্রয়েড ট্যাবলেট।
নয়া ট্যাবলেটটিতে রয়েছে, অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম। থাকছে ২ জিবি র্যাম, ২.৩ ইনটেল প্রসেসর, পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এছাড়াও নতুন ট্যাবটিতে ৫ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা থাকছে। ট্যাবটির ইন্টারনাল মেমোরি ৩২ জিবি৷৭.৯ ইঞ্চি ডিসপ্লে’র নোকিয়ার এই ট্যাবলেটটি ২০১৫ সালের মাঝামাঝি নাগাদ বাজারে আসবে। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, চীনের বাজারে সবার আগে N1 ট্যাবটি পাওয়া যাবে৷ – ওয়েবসাইট।