ভোলা থেকে সংবাদদাতা; ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলাসহ ৪ জনের করুণ মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জনা গেছে, রোববার বিকালে ওই এলাকার মুন্সি বেপারী বাড়ীর পুকুরে সুইটি (১১) ও রহমতউল্লা (১২) নামে ২ শিশু গোসল করতে নামে। ওই মুহূর্তে পুকুরের উপর দিয়ে লাগানো পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়লে সুইটি ও রহমতউল্লাহ উভয়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাদের উদ্ধার করতে সুইটির মা সুফিয়া (৪০) ও একই বাড়ীর ফয়েজ (১৯) পানিতে নামলে তাৎক্ষণিক তারাও বিদুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয় জনগণ বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ৪ জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রে আরো জানা গেছে, ওই পুকুরের উপর দিয়ে দীর্ঘ দিন যাবৎ পল্লী বিদ্যুতের লাইনটি জরাজীর্র্ণ অবস্থায় লাগানো ছিল। স্থানীয়রা একাধিকবার বাংলাবাজার পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করলেও সঠিক সময় কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারে বাংলাবাজার পল্লীবিদুুৎ অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।