ঢাকা; চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি ৭.২৪ শতাংশে দাঁড়াবে। মাথাপিছু আয় বেড়ে হবে ১৬০২ ডলার। বাংলাদেশ পরিসখ্যান ব্যুরো এই প্রাক্কলন করেছে। চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম দশ মাসের (জুলাই-এপ্রিল) তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আজ একনেটের বৈঠকে এ তথ্য উপস্থাপন করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই হিসাব তুলে ধরেন। বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, এটা সম্মিলিত প্রচেষ্টার ফল। সরকারের ধারাবাহিকতার কারণে এই ফসল অর্জিত হয়েছে। বিবিএসের চূড়ান্ত হিসাবে গত অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ১১ শতাংশ। আর গত অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল ১ হাজার ৪৬৫ ডলার।