শাহজিবাজারের লেনদেন স্পট মার্কেটে করার সিদ্ধান্ত

অর্থ ও বাণিজ্য

image_106991_0ঢাকা: বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান শাহজিবাজার পাওয়ারের শেয়ার স্পট মার্কেটে লেনদেন করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির ৫৩২তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও কমিশন মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থে শাহজিবাজার পাওয়ারের সাম্প্রতিক শেয়ার লেনদেনের ধারা পর্যবেক্ষণ করেছে বিএসইসি। পর্যবেক্ষণ শেষে তা স্পট মার্কেটে লেনদেনের সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি এ সিকিউরিটিজকে নন-মার্জিনেবল হিসেবে ঘোষণা করা হয়েছে। এ দুই সিদ্ধান্ত ১৯ নভেম্বর থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেসব ব্রোকারেজ হাউসে শাহজিবাজার পাওয়ার সংক্রান্ত লেনদেনে সিঙ্গেল এক্সপোজার লিমিট অতিক্রম হয়েছে, তাদের আগামী তিন লেনদেন দিবসের মধ্যে তা নির্ধারিত সীমার মধ্যে নিয়ে আসতে হবে, যা স্টক এক্সচেঞ্জ তদারক করবে।

এ ছাড়া প্রত্যেক ব্রোকারেজ হাউসে দৈনিক লেনদেন শেষে শাহজিবাজার পাওয়ারের শেয়ার ক্রয়-বিক্রয়সংক্রান্ত তথ্য পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত নিজ নিজ স্টক এক্সচেঞ্জের কাছে পাঠাবে। আর উভয় স্টক এক্সচেঞ্জ ওই তথ্যের সারসংক্ষেপ পরবর্তী কার্যদিবসে কমিশনের কাছে পাঠাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *