যুক্তরাষ্ট্রে সাত খুনের সঙ্গে জড়িত থাকার দায়ে আজীবন সাজাপ্রাপ্ত আসামি চার্লস ম্যানসনকে কারাগারের ভিতরে বিয়ে করার অনুমতি দেয়া হয়েছে। সোমবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কারেকশন্স এন্ড রিহ্যাবিলিটেশন দপ্তরের মুখপাত্র টেরি থর্নটন এ বিষয়টি জানিয়েছেন। ৮০ বছর বয়সী ম্যানসন ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য কারাগারে আজীবন কারাবাসের দণ্ড ভোগ করছেন।
বিগত শতাব্দীর ষাটের দশকের শেষ দিকে ম্যানসন বাড়ি থেকে পলাতক ও পরিত্যক্তদের জড়ো করে একটি পরিবার গড়ে তোলেন। এরপর নিজের নারী অনুসারীদের (যাদের বেশিরভাগই ছিলেন তরুণী) দিয়ে সাতটি হত্যাকাণ্ড ঘটান। নিহতদের মধ্যে অভিনেত্রী শ্যারন টেইটও ছিলেন। বর্ণগত দাঙ্গা বাঁধানোর উদ্দেশে পরিকল্পনা করে এসব হত্যাকাণ্ড ঘটানো হয় বলে ১৯৬৯ সালে বিচারের সময় প্রকাশ পায়। গ্যারি হিনম্যান নামের এক ব্যক্তিকে হত্যার দায়েও অভিযুক্ত হন তিনি। ম্যানসনকে বিয়ে করার অনুমতি পেয়েছেন যে নারী তার পরিচয় প্রকাশ করা হয়নি।