টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সাত বছরের এক শিশু গণধর্ষণের শিকার হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার বুড়িরচালা গ্রামে এ ঘটনা ঘটেছে। রাতে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
পরিবারের লোকজনের ভাষ্য মতে, গতকাল বিকেলে শিশুটির বাবা আবদুর রশিদ টুক্কু ও তার মা বাড়িতে ছিলেন না। মা-বাবা না থাকায় শিশুটি বাড়ির পাশে খেলতে যায়। এ সুযোগে একই গ্রামের আবদুর রশিদের ছেলে সুজন (১৮), হায়দার আলীর ছেলে মিনহাজ মিনা (২০) ও আবু সাইদের ছেলে উজ্জ্বল (১৯) শিশুটিকে শালবনে নিয়ে গণধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এ সময় ওই তিনজন দৌড়ে পালিয়ে যায়। সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে সখীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় লোকজন জানায়, সুজন, মিনা ও উজ্জ্বল এলাকায় বখাটে হিসেবে পরিচিত। সখীপুর থানার ওসি মো. বজলুর রশীদ গতকাল রাতে বলেন, ঘটনা জানার পরই বখাটেদের গ্রেপ্তারের জন্য রাতেই পুলিশ পাঠানো হয়েছে।