এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার সদর উপজেলার সামিউল ইসলাম সারুক নামে দশম শ্রেনীর এক মেধাবী ছাত্র গলায় বিছানার চাদর পেচিয়ে আত্মহত্যা করেছে। সে লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের বসুন্ধরা এলাকার মোঃ জাহিদুল আলমের পুত্র ও লালমনিরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর বিল্ডিং ট্রেডের মেধাবী ছাত্র।
সে বৃহঃপতিবার আনুমানিক রাত সাড়ে ৮টায় তার নিজ ঘরে গলায় বিছানার চাদর পেচিয়ে আত্মহত্যা করে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পরার পর রাত ৯.১৫ মিনিটে সদর থানার এস আই সেলিম ঘটনাস্থলে উপস্থিত হন। তার বাবার কাছে আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে চাননি। মৃত সারুকের লাশ দেখতে আসা তার বন্ধুরা বলেন, সারুকের বাবা তাকে খুবই নির্যাতন করতেন। নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কাদঁতে কাদঁতে বলেন, জনসম্মুখে তিনি ছেলেকে মারধর ও কান ধরে উঠবস করাতেন। এরকম বাবা আমরা কখনো দেখিনি। মৃত সারুকের বাবা একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সৈনিক। মৃত সারুক আত্মহত্যা করার আগেরদিন তার অনেক বন্ধুদের মোবাইল ফোনে মেসেজ দিয়ে আত্মহত্যা করার বিষয়টি জানিয়েছিলেন। এ বিষয়ে এস আই সেলিম জানান, ছেলেটি নিজেই আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর কোনো অভিযোগ তার পরিবার থেকে পাওয়া যায়নি। ছেলেটির পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করার আবেদন করলে সদর থানার অফিসার্স ইনচার্জ অনুমতি দেন বলে জানিয়েছেন। এ বিষয়ে ২নং ওয়ার্ডের কাউন্সিল রাশেদুল ইসলামকে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।