সিলেট; বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও আরেক আসামি সাদমান সাকিফকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে সিলেট থেকে তাদের দু’জনকে আটক করা হয়। তাদেরকে গ্রেফতারের পর ঢাকায় আনা হচ্ছে বলে জানা গেছে।
সিলেট জেলা পুলিশ ও সিলেট মেটোপলিটন পুলিশ ও পুলিশ সদর দফতরের সমন্বয়ে গঠিত একাধিক দল যৌথ অভিযান চালিয়ে সাফাত ও সাদমানকে গ্রেপ্তার করে।
সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট শহরের একটি বাড়ি থেকে বনানীতে তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে গ্রেফতার করা হয়েছে। রাতেই তাদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে।