আইরিশদের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৩৯৪/৭

Slider খেলা সামাজিক যোগাযোগ সঙ্গী

64947_abbir

 

 

 

 

অল্পের জন্য ম্যাজিক্যাল ফিগার ৪০০ ছুঁতে পারলেন না টাইগাররা। বুধবার আয়ারল্যান্ড উলভস দলের বিপক্ষে ব্যাটিং প্রদর্শনী শেষে বাংলাদেশের সংগ্রহ পৌছে ৩৯৪/৭-এ। ত্রি-দেশীয় সিরিজে খেলতে নামার আগে দারুন প্রস্তুতি সারলেন তামিম ইকবাল, সাব্বির রহমানরা। নিজের উইকেট দেয়ার আগে ৮৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন ওপেনার তামিম ইকবাল। আর সাব্বির রহমান হাঁকান সেঞ্চুরি। স্বেচ্ছা অবসরে যাওয়ার আগে (রিটায়ার্ড আউট) ৮৬ বলে ১৬ বাউন্ডরি ও এক ছক্কায় কাঁটায় কাঁটায় ১০০ রান করেন সাব্বির।  বেলফাস্টে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শুরুতে ৪৪ রানের জুটি গড়েন দুই ওপেনার তামিম ও সৌম্য সরকার। ব্যক্তিগত ১৭ রানে উইকেট দেন সৌম্য। আর দারুণ ছন্দে থাকা তামিম সেঞ্চুরি মিস করেন অল্পের জন্য। ৭৪ বলে ৮৬ রান করেন তামিম। আইরিশ ফিল্ডার ক্রেইগ ইয়াং তামিমের অসাধারণ ক্যাচ তালুবন্দী করেন। তামিম যখন আউট হন, তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ১৪৭/২। ব্যাটের ধার দেখান সাকিব আল হাসানও। ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ২০৪/২-এ।  চার নম্বরে ব্যাট হাতে ২৭ বলে ৪৪ রান করেন সাকিব। এতে সাকিব হাঁকান ৫ বাউন্ডারি ও দুটি ছক্কা। পরে ২৭ বলে ৩১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন মোসাদ্দেক হোসেন। মুশফিকুর রহীম ২৪ বলে ৪১ ও মাহমুদুল্লাহ করেন ৩১ বলে ৪৯ রান। এতে ৮ বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান মাহমুদুল্লাহ।

বাংলাদেশ দল : তামিম ইকবাল,  সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *