এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগি ছাত্রছাত্রী ও জনতা। মঙ্গলবার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাচারী বাজার চৌরাস্তা মোড়ে প্রায় ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করেন।
এসময় রাস্তায় একপ্রকার যানজট এর সৃষ্টি হয়। কাকিনা উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা লেখাপড়া বন্ধ রেখে রাস্তায় নেমে পড়েন। বিক্ষোভে ছাত্রছাত্রীরা স্লোগান দেন লিখতে চাই, পড়তে চাই, বিদ্যূৎ চাই । এক পর্যায়ে উপস্থিত ছাত্রছাত্রীদের দাবির সঙ্গে একমত হয়ে সাধারণ জনতা বিক্ষোভ প্রদর্শণ করতে থাকেন। পরে কাকিনা ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ কাকিনা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শহিদুল হক শহিদ আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন ও উপর মহলের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা কর্মসূচী প্রত্যাহার করে নেন। স্থানীয়রা বলছেন, উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে অন্যান্য ইউনিয়নে বিদ্যুৎ সেবা অনেকটাই নিরবিচ্ছিন্ন থাকলেও ব্যতিক্রম শুধু কাকিনা ইউনিয়ন । কাকিনা ইউনিয়নে অধিকমাত্রায় লোডসেডিং হচ্ছে। ফলে উপজেলার এই ইউনিয়নে বিদ্যুতের দুরবস্থার কারণে একদিকে ছাত্রছাত্রীদের পড়ালেখায় যেমন ক্ষতি হচ্ছে পাশাপাশি সরকারের ব্যাপক উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে মনে করেন স্থানীয়রা। ভুক্তভোগী লোকজনের সাথে কথা বলে জানা যায়, গত একমাসের অধিক সময় ধরে অধিকাংশ সময় বিদ্যুৎ এর সেবা ঠিক মত তারা পাচ্ছেন না। ব্যবসায়ী মন্জুরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন আমরা বিদ্যুৎ গ্রাহকরা বর্তমানে যে বৈদ্যূতিক ভোগান্তিতে পরছি তা নজিরবিহীন। মঙ্গলবার রাত অানুমানিক তিনটায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তা চালু হয়নি। স্থানীয় বিদুৎ অফিস সুত্রে জানা যায়, ঝড় বৃষ্টি’র কারণে একটু সমস্যা সৃষ্টি হয়েছে । সমস্যা সমাধানে দ্রুত কাজ করা হচ্ছে ।