স্টাফ করেসপন্ডেন্ট
দিনাজপুর: দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক)-এ কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে আহত হয়েছে ১০ জন। ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি এখনও থমথমে। ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৪ জনকে আটক করেছে বলে জানিয়েছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টায় কলেজের নির্বাচিত ছাত্রলীগ কমিটির সভাপতি আশফাকুর রহমান তুষায়ের সমর্থিত ছাত্রদের সঙ্গে ছাত্রলীগের মেডিকেল কলেজ শাখার পদবঞ্চিত মোজায়েদুল হাসান গ্রুপের সংঘর্ষ বাধে। উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে একে অপরকে ধাওয়া করে। শুরু হয় তুমুল সংঘর্ষ। এতে জিম্মি হয়ে পড়ে কলেজের সাধারণ শিক্ষার্থী ও কলেজ অধ্যক্ষ ডা. কামরুল হাসান সহ অন্য কর্মকর্তা কর্মচারীরা। সংঘর্ষ চলাকালে তারা অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত রাখার প্রচেষ্টা চালায়। এর পরও প্রায় দু’ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। দুপুর সাড়ে ১২টায় পরিস্থিতি পুলিশে নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এদের মধ্যে ইব্রাহিম খলিল ও রাশেদুল ইসলাম নামে দু’ছাত্রের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। সংঘর্ষের সময় কলেজের আবাসিক হল ও একাডেমিক ভবনের দরজা-জানালা ও আসবাবপত্রের ব্যাপক ভাঙচুর চালায় উভয় গ্রুপের ছাত্ররা। উল্লেখ্য, দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) এ কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে গত ১৩ই নভেম্বর বুধবার থেকে কয়েক দফা সংঘর্ষ হয়েছে।