ছত্রী সেনা – ——ওমর অক্ষর

Slider সাহিত্য ও সাংস্কৃতি

18386473_1028632977266966_1734104694_n

 

 

 

 

 

 

 

 

 

ছত্রী সেনা

– ——ওমর অক্ষর

সূর্যের উত্তাপে দগ্ধে দগ্ধে হয়েছি আমরা সোনা!

তপ্ত রক্ত স্বেদ ঘামে সিদ্ধ হয়ে বিদ্যমান মোরা সেনা।

সেনার রপ্ত এক বুলেটে এক শুত্রু খতম!

মোরা প্রেম প্রীতি ক্রোধে রঞ্জক, শত্রুর যম।

যম কে জয় করে আমরা বিজয়ী কবিতা;

কাল অকাল স্বরণে মোদের মহান বিধাতা।

বিধাতার বিধানে মোদের অটুট প্রত্যয়,

প্রাণের শেষ রক্তের ফুটা দিয়ে ক্রয় করি জয়!

জয় বিজয়ের তৃষ্ণায় মোরা মৃত্তিকায় মিশ্রে;

সহমর্মিতা সততায় সম্মানিত বিশ্বের সকল দেশে।

দেশ বিদেশ আমরণ শান্তির বিচরণ,

শান্তি প্রতিষ্ঠায় অনুগত মরন।

মরন ক্রীড়ায় মোদের প্রাণের সম্ভাবনা।

মহাকাশের আমরা ছত্রী সেনা।

সেনার চেনা অচেনা শত্রু ঘাটি মোরা

প্যারাকমান্ডো অনুপ্রবেশকরি,

রণসজ্জায় সজ্জিত মোরা কমান্ডো অতন্দ্র প্রহরি।

প্রহরির প্রণয়ে উদ্ভাবনা মাতৃকার সমৃদ্ধ ত্যাজ,

স্বদেশ নিস্তারে মোরা স্পেশাল ফৌজ।

ফৌজ রনাঙ্গনে রক্তে রঞ্জিত

ছাড় দিব না মাটির একটি কনা;

স্থল জল আকাশে সতর্ক আমরা, বিশেষ ছত্রী সেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *