৪ জুন ভারতকে হারাবে পাকিস্তান: আফ্রিদি

Slider খেলা
150302afridi_kalerkantho_pic
 

 

 

 

 

জঙ্গি ইস্যুতে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। দ্বিপাক্ষিক কিংবা ত্রিদেশীয় সিরিজের কোনো সম্ভাবনা নেই। এই উত্তেজনাপূর্ণ দ্বৈরথ দেখতে দর্শকদের এখন আইসিসি ঘোষিত কোনো টুর্নামেন্টের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। আগামী ৪ জুন সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে এদিন মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তানের। সেই ম্যাচে ভারতকে পাকিস্তান হারাবে বলে মন্তব্য করেছেন সাবেক পাকিস্তানি গ্রেট শহীদ আফ্রিদি।

আইসিসির ইভেন্টগুলোতে ভারতের বিপক্ষে পাকিদের অবস্থান মোটেও সুবিধার নয়। সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি তা স্বীকার করে নিয়ে বলেন, “একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতেই আমরা ভারতকে হারাতে পেরেছি। আইসিসির কোন ইভেন্টের মধ্যে একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে আমাদের সাফল্য রয়েছে। ২০০৪ সালে এজবাস্টনে এবং ২০০৯ সালে সেঞ্চুরিয়ানে আমরা ভারতকে হারিয়েছিলাম। আমি আশা করছি, আসন্ন ম্যাচেও পাকিস্তানের বর্তমান দলটি ভারতকে হারাতে সক্ষম হবে। ”

সাফল্যের চাবিকাঠিও বর্তমান দলের হাতে আছে বলে মনে করেন আফ্রিদি। তিনি বলেছেন, “বরাবরের মত এবারও পাকিস্তানের প্রধান শক্তি বোলিং। আর ভারতের শক্তি ব্যাটিং।  তবে তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে পাকিস্তান। ইংল্যান্ডের কন্ডিশনে ভারতের ব্যাটিং লাইন-আপকে সমস্যায় ফেলার সামর্থ্য পাকিস্তান বোলারদের রয়েছে। এছাড়া বড় ইনিংস খেলার যোগ্যতা আছে আমাদের ব্যাটসম্যানদেরও। ”

আগামী জুনের ১ তারিখ থেকে ইংল্যান্ড এন্ড ওয়েলসে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। আসন্ন আসরের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। ৪ জুন ম্যাচটির মাধ্যমে ২০১৫ সালের ফেব্রুয়ারির পর আবারো ওয়ানডে ফরম্যাটে ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার সুযোগ পাচ্ছে ক্রিকেট ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *