বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ২১ কিমি দীর্ঘ যানজট

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাদেশ

100112jam_kalerkantho_pic

 

 

 

 

 

নিজস্ব প্রতিবেদক ;  সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে ২১ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৬টা থেকে এ যানজট দেখা দেয়।  যানজটের কারণে সকাল সাড়ে ৯টার পরও সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ গোলচত্বর থেকে প্রায় ২১ কিলোমিটার এলাকা পর্যন্ত স্থবির থাকতে দেখা যায়। এতে প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লাইনে যানজট রয়েছে। ভোর থেকেই মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। তবে সাড়ে ৬টার দিকে প্রায় ১৪-১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সোয়া ৯টা নাগাদ এ যানজট প্রায় ২১ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়।

এই তীব্র যানজটের কারণ সম্পর্কে পবঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম জানান, সেতুর তিনটি ওজন স্কেলের মধ্যে একটি বা দুটি বন্ধ রাখার কারণে পণ্যবাহী যানগুলোর দীর্ঘ লাইন পড়ে যায়। ফলে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *