অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রামে ধান কাটতে ফরিদপুর থেকে আসা শ্রমিকদের বাগিয়ে নেয়ার ঘটনায় দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে হামলা চালিয়ে সোলেমান সরদার (৬৫) নামের এক বৃদ্ধকে রক্তাক্ত জখম করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড় বাশাইল গ্রামের জমির ইরি-বোরো ধান কাটার জন্য অতিসম্প্রতি ফরিদপুর থেকে ছয়জন শ্রমিক আনেন সোলেমান সরদার। বুধবার বিভিন্ন প্রলোভনে ওই শ্রমিকদের বাগিয়ে নিয়ে যায় প্রতিবেশী জাহাঙ্গীর বেপারী। ওইদিন রাতে সোলেমান শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য জাহাঙ্গীরের বাড়িতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে জাহাঙ্গীরের ছোটভাই নান্নু বেপারী ও তার সহযোগীরা হামলা চালিয়ে বৃদ্ধ সোলেমান সরদারকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।