স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
টঙ্গী: টঙ্গীতে গত ১৫ ঘন্টায় অজ্ঞান পার্টির কবলে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন ব্যক্তি। তাদের জ্ঞান এখনো ফিরেনি।
সোমবার ভোরাত থেকে বিকাল ৬টা পর্যন্ত মোট ৩জনকে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে পথচারীরা টঙ্গী সরকারী হাপসাাতরে ভর্তি করেন।
টঙ্গী সরকারী হাসপাতালে ভর্তিকৃতরা হলেন, টঙ্গী তিস্তারগেইট এলাকার উপেন্দ্রনাথ মন্ডলের ছেলে অনুল কুমার মন্ডল (২৭), টঙ্গীর সাতাইশ গ্রামের
নাসির উদ্দিনের পুত্র হাফিজুল ইসলাম (৪২) ও একজন অজ্ঞান নামা পুরুষ (৪০)।
টঙ্গী হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, টঙ্গী শহরের বিভিন্ন স্থান থেকে এলাকাবাসী ওই ৪জনকে হাসপাতালে ভর্তি করেন। অজ্ঞান পার্টির সদস্যরা এদেরকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ও পান করিয়ে নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে গেছে।
স্থানীয় পথচারী ও পুলিশ এদেরকে অচেতন অবস্থায় রাস্তা থেকে উদ্বার করে এদের টঙ্গী সরকারী হাসপাতালে ভর্তি করেছেন।
স্থানীয় লোকজনের অভিযোগ, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী কালিগঞ্জ সিলেট সড়ক, আশুলিয়া মিরপুর ও সাভার সড়কে বর্তমানে অজ্ঞান পার্টির সদস্যদের আনাগোনা অনেকাংশে বেড়ে গেছে। নিয়মিত পুলিশের টহল থাকা সত্বেও কি ভাবে ওই সকল ঘটনা ঘটছে তা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টিও হচ্ছে। এ বিষয়ে জানতে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইসমাইল হোসেন কে ফোন করলে তিনি বারবার ফোন কেটে দেন।