নিজস্ব প্রতিবেদক ; আজ শনিবার দুপুরে এক শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে বখাটে কৃষ্ণ অধিকারীকে (২৪) কুপিয়ে জখম হয়েছে ওই শিক্ষার্থীর বন্ধুরা।
মাগুরা সদর থানার ওসি (অপারেশন) রফিকুল হক জানান, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এক স্নাতক পরীক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগ আছে কৃষ্ণের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে উত্যক্ত করে আসছিল কৃষ্ণ।
এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার শ্রীপুর থানায় সাধারণ ডায়েরী করাসহ স্থানীয়ভাবে সালিশ করে তাকে নিবৃত করার চেষ্টা করেছে। কিন্তু কৃষ্ণ নিষেধ না শুনে মেয়েটিকে উত্যক্ত করে আসছিল। শনিবার দুপুরে মেয়েটি সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে পরীক্ষা দিতে এলে কৃষ্ণ আবার তাকে উত্যক্ত করে ।
এ সময় মেয়েটির সাথে থাকা বন্ধুরা কৃষ্ণকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।