মাসুদ পারভেজ (কাপাসিয়া প্রতিনিধি) সালদৈ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ তাজুল ইসলামের বিরুদ্ধ নানা দুর্নীতি অনিয়ম ও নিয়োগ বাণিজ্যর অভিযোগে তার অপসারণ দাবি করে শিক্ষক, ছাত্র ছাত্রী ও এলাকাবাসী গত কাল সকালে বিক্ষোভ ও মানব বন্ধন পালন করেন।মাদ্রাসা মেনেজিং কমিটির সহ সভাপতি মোখলেছ মোল্লা বলেন অধ্যক্ষ এই মাদ্রাসায় নিয়ম নিতির তুয়াক্কা না করে কয়েক জন শিক্ষক কর্মচারী নিয়োগের জন্য অনিয়ম ও দুর্নীতি করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নতুন নিতিমালা জারিব পর ও পুর্ববর্তী তারিখে পত্রিকায় ভুয়া বিজ্ঞাপন প্রকাশ দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন এবং গভনিং বডির সদস্যদের সাক্ষর জাল করে নিয়োগের রেজ্যুলেশন লিখেছেন।এছাড়া শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ও আত্তসাত করেছন এ ছাড়া তিনি নিজেই জাল সনদে চাকরি নিয়েছেন বলে জানা যায় আর এই সব কারনেই ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচি করে মাদ্রাসার অধ্যক্ষ কে অবাঞ্ছিত ঘোষনা করা হয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষ মোঃ তাজুল ইসলামের মোবাইলে বার বার যোগাযোগ করেও পাওয়া যায় নি।