বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার লিয়নেল মেসির থেকেও ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমার ভবিষ্যতে আরো ভালো খেলোয়াড় হতে পারবেন বলে বিশ্বাস করেন সাবেক সেলেসাও তারকা রোমারিও।
ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন নেইমার। স্বাগতিকদের শেষ চারে উঠতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পিঠের ইনজুরিতে আক্রান্ত হয়ে জার্মানির বিপক্ষে অবশ্য সেমিফাইনাল খেলা হয়নি এই তরুণ তুর্কির। এদিকে মেসির নেতৃত্বে ঠিকই ফাইনালে পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা। যদিও ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে পরাজিত হয়ে হতাশ হতে হয়। তবে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল ঠিকই আদায় করে নিয়েছেন আর্জেন্টাইন এই গোল যাদুকর।
১৯৯৪ সালে ব্রাজিল দলের সদস্য হিসেবে বিশ্বকাপে শিরোপা জেতার দারুণ এক সুখকর অভিজ্ঞতা আছে রোমারিওর। একই সাথে খেলার সুযোগ না হলেও বর্তমান সময়ে দলের অন্যতম সেরা তারকা নেইমারের প্রতি শতভাগ আস্থা থেকেই রোমারিও বলেছেন বার্সেলোনা সতীর্থ মেসিকে ছাড়িয়ে যাবার ব্যপারে তার কোনো সন্দেহ নেই। স্থানীয় এক পত্রিকায় দেয়াও এক সাক্ষাৎকারে সাবেক এই কিংবদন্তি স্ট্রাইকার বলেছেন, ‘মেসিকে ছাড়িয়ে যাবার মতো সব কিছুই তার মধ্যে রয়েছে। মেসি ইতিমধ্যেই ইতিহাসের অংশ হয়ে গেছে। কিন্তু নেইমার তার থেকেও বড় কিছু করার জন্য মুখিয়ে আছে। মেসির সামনে হয়ত আরেকটি বিশ্বকাপ খেলা এবং জেতার সুযোগ আসবে না। কিন্তু নেইমারের এখনো তিন থেকে চারটি বিশ্বকাপ খেলার সময় রয়েছে।
ব্রাজিলের হয়ে ৪২টি গোল করেছেন ২২ বছর বয়সী নেইমার। রোমারিও তার পুরো ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে করেছিলেন ৫৫ গোল। খুব শিগগিরই নেইমার তাকে ছাড়িয়ে যাবে বলে আশাবাদী রোমারিও। একই সাথে অনেকটা মজা করেই বলেছেন গোলের দিক থেকে ছাড়িয়ে গেলেও রোমারিওই ব্রাজিলের সেরা খেলোয়াড়। নেইমার হয়ত হাজার গোল করতে পারে, কিন্তু রোমারিওর মতো কোনো খেলোয়াড় আর আসবে না।
ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন নেইমার। স্বাগতিকদের শেষ চারে উঠতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পিঠের ইনজুরিতে আক্রান্ত হয়ে জার্মানির বিপক্ষে অবশ্য সেমিফাইনাল খেলা হয়নি এই তরুণ তুর্কির। এদিকে মেসির নেতৃত্বে ঠিকই ফাইনালে পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা। যদিও ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে পরাজিত হয়ে হতাশ হতে হয়। তবে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল ঠিকই আদায় করে নিয়েছেন আর্জেন্টাইন এই গোল যাদুকর।
১৯৯৪ সালে ব্রাজিল দলের সদস্য হিসেবে বিশ্বকাপে শিরোপা জেতার দারুণ এক সুখকর অভিজ্ঞতা আছে রোমারিওর। একই সাথে খেলার সুযোগ না হলেও বর্তমান সময়ে দলের অন্যতম সেরা তারকা নেইমারের প্রতি শতভাগ আস্থা থেকেই রোমারিও বলেছেন বার্সেলোনা সতীর্থ মেসিকে ছাড়িয়ে যাবার ব্যপারে তার কোনো সন্দেহ নেই। স্থানীয় এক পত্রিকায় দেয়াও এক সাক্ষাৎকারে সাবেক এই কিংবদন্তি স্ট্রাইকার বলেছেন, ‘মেসিকে ছাড়িয়ে যাবার মতো সব কিছুই তার মধ্যে রয়েছে। মেসি ইতিমধ্যেই ইতিহাসের অংশ হয়ে গেছে। কিন্তু নেইমার তার থেকেও বড় কিছু করার জন্য মুখিয়ে আছে। মেসির সামনে হয়ত আরেকটি বিশ্বকাপ খেলা এবং জেতার সুযোগ আসবে না। কিন্তু নেইমারের এখনো তিন থেকে চারটি বিশ্বকাপ খেলার সময় রয়েছে।
ব্রাজিলের হয়ে ৪২টি গোল করেছেন ২২ বছর বয়সী নেইমার। রোমারিও তার পুরো ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে করেছিলেন ৫৫ গোল। খুব শিগগিরই নেইমার তাকে ছাড়িয়ে যাবে বলে আশাবাদী রোমারিও। একই সাথে অনেকটা মজা করেই বলেছেন গোলের দিক থেকে ছাড়িয়ে গেলেও রোমারিওই ব্রাজিলের সেরা খেলোয়াড়। নেইমার হয়ত হাজার গোল করতে পারে, কিন্তু রোমারিওর মতো কোনো খেলোয়াড় আর আসবে না।