অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে:
বরিশালের আগৈলঝাড়ায় এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষা শেষে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরীক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি এইচএসসি পরীক্ষার্থী ও উপজেলার সুজনকাঠী গ্রামের কবির মোল্লার ছেলে অহিদুল মোল্লা গতকাল শনিবার শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ কেন্দ্রে কৃষি প্রথমপত্রের পরীক্ষা দেয়। দুপুরে পরীক্ষা শেষে কলেজ গেটে বের হলে পূর্ববিরোধের জের ধরে একই এলাকার রিফাত মোল্লা, নবীন মোল্লাসহ ১০জনের একটি দল কলেজ গেট থেকে অহিদুলকে জোরপূর্বক একটি ভ্যানে তুলে নিয়ে যায়। তারা বাকাল ১নং ব্রিজ সংলগ্ন স্থানে নিয়ে পরীক্ষার্থী অহিদুলকে শারীরিক নির্যাতন করে গুরুতর অবস্থায় সড়কের পাশে ফেলে রাখে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় গতকাল শনিবার কবির মোল্লা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।