এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সিংগিয়া গ্রামের হাজী এমারেতুল্লাহ জামে মসজিদের ভেতরে ইমাম সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের বিচারের দাবিতে মানববন্ধ করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে সদর উপজেলা ভূল্লী বাজারে সিংগিয়া গ্রামের সাধারণ মানুষ এই মানবন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মুক্তি, সমাজসেবক নুরুল হক সরকার, নাজিম উদ্দিন, জাহেরুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ইমামের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি বিষয়টি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করে। তাই অবিলম্বে এই জঘন্য অপরাধের জন্য ইমাম সাদ্দাম হোসেনের বিচারের দাবিতে উক্ত এলাকার সচেতন নাগরিক সমাজ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সিংগিয়া গ্রামের হাজী এমারেতুল্লাহ জামে মসজিদের ইমাম সাদ্দাম ইসলাম মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। প্রতিদিন সকালে ঐ এলাকার বেশ কিছু কিশোর-কিশোরী কুরআন পড়তে আসে। ঘন্টা খানেক পড়ে আবার সবাই চলে যায়।
প্রতিদিনের ন্যায় কিশোর-কিশোরীরা সবাই মসজিদে পড়তে আসলে ঘটনার দিনও কিছুক্ষন পড় ছুটি দেয় ইমাম সাদ্দাম হোসেন। এ সময় সাদ্দাম এক কিশোরীকে মসজিদের ভেতরে আসতে বলেন। ঐ কিশোরী মসজিদের ভেতরে গেলে ইমাম সাদ্দাম দরজা বন্ধ করে দেয়।
পরে ইমাম অসামাজিক কাজে লিপ্ত হয়। কতিপয় যুবক বিষয়টি টের পেলে মসজিদের জানালার ফাকা দিয়ে অসামাজিক কার্যকলাপের ভিডিও ধারণ করে। সেই ভিডিও পরে এলাকার সাধারণ মানুষের কাছে ভাইরাল হয়ে পড়ে।
ঘটনাটি লোকমুখে ছড়িয়ে পড়লে উক্ত এলাকার সচেতন নাগরিক সমাজ ইমাম সাহেবের কুকর্মের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।