ঢাকা ; তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ বলেছেন, সরকার জঙ্গিমুক্ত দেশ গড়ছে, আর গণতন্ত্রমনা অসাম্প্রদায়িক সমাজটি গড়বেন সাহিত্যিকরা। তাদের লেখনী সকল গন্ডী পেরিয়ে মনন ও সৃষ্টিশীল পথ দেখায়। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান হলে সাহিত্যিক নাসের রহমানের ‘নির্বাচিত গল্প’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুক্তচিন্তার মানুষ হওয়ার আহ্বান জানিয়ে ইনু বলেন, পোষা যৌবন, পোষা সাংবাদিক, পোষা সাহিত্যিক চাই না, চাই সাহসী দেশপ্রেমিক।
তথ্যমন্ত্রী বলেন, নিজের ভিতকে শক্ত রাখতে মিমাংসিত বিষয়কে অমীমাংসিত করার অপচেষ্টা রুখতে হবে।
অনুষ্ঠানে শিক্ষাবিদ হায়াত মামুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমের মহাপরিচালক ড: শামসুজ্জামান খান, শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন, কবি আসাদ চৌধুরী, সুব্রত বড়ুয়া, বুলবুল চৌধুরী ও সুজন বড়ুয়া।
লেখক নাসের রহমান স্বাগত বক্তব্যে প্রকাশক বিজয় প্রকাশসহ সকল অতিথিকে ধন্যবাদ জানান। এটি তার দ্বাদশ গ্রন্থ।