ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন বিলবোর্ডগুলো নামাতে। কিন্তু সে নির্দেশ উপেক্ষা করেই এখনো ঝুলছে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাগানো বিলবোর্ডগুলো। এমনকি প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে তার কার্যালয়ে যাওয়ার পথে বিজয় সরণিতে টাঙানো ব্যানারটিও রয়ে গেছে। প্রায় মাসব্যাপী এসব বিলবোর্ড দখলে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ, বঙ্গভবনের সামনের সড়ক, মতিঝিল, পল্টন মোড়, নাইটিংগেল মোড়, শান্তিনগর, বিজয় সরণি, মহাখালীতে যুবলীগের কেন্দ্রীয়, মহানগর ও থানা পর্যায়ের নেতাদের টাঙানো ব্যানার বিলবোর্ডে চোখ পড়েছে। এসব ব্যানারে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করা এবং প্রধানমন্ত্রী, যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাদের শুভেচ্ছা জানানো হয়েছে।
যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুককে বিলবোর্ডের ব্যানার নামিয়ে ফেলার নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে ওমর ফারুক গত রোববারের মধ্যে সারা দেশে সব ব্যানার নামিয়ে ফেলার জন্য সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দেন। গত রোববার ঢাকায় অনেক নেতাই তাদের টাঙানো ব্যানার নামিয়ে ফেলেন। কিন্তু এর পরও প্রধানমন্ত্রীর নির্দেশ সংগঠনের সব নেতা মানেননি।
এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, ইতিমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। অনেক স্থানে ব্যানার সরানোও হয়েছে। তবে কিছু এখনো রয়ে গেছে। শিগগিরই তা নামানো হবে।
যেসব নেতা সময়ের মধ্যে বিলবোর্ড নামাননি সাংগঠনিকভাবে তাদের বিরদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে যুবলীগের শীর্ষ নেতারা।