রাজধানীতে জিপিএ-৫ না পাওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা

Slider ঢাকা শিক্ষা সামাজিক যোগাযোগ সঙ্গী

015319swicide_pic_2

 

 

 

 

ঢাকা ;  গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে জিপিএ-৫ না পাওয়ায় এন এম দিপু (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। দিপু নেত্রকোনার দূর্গাপুর উপজেলার আব্দুল্লাহ আল নুরের ছেলে।

নিহতের বাবা আব্দুল্লাহ আল নুর বলেন, তারা বর্তমানে যাত্রাবাড়ী ধনিয়া ঈশাখা রোডের একটি বাসায় ভাড়া থাকেন। তাদের একমাত্র ছেলে দিপু স্থানীয় অগ্রদূত বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেয়। তার আসা ছিল জিপিএ-৫ পাবে। কিন্তু সে ৪.৯৫ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়।

পরীক্ষার ফল পাওয়ার পর থেকেই মন খারাপ ছিল এবং কান্নাকাটি করছিল কেন সে জিপিএ-৫ পেলো না। রাত ৯টার দিকে সে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে অনেকক্ষণ ডাকা-ডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলছে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *