গতকাল বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শোপিয়ান জেলায় টহলরত সৈন্যদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন এক বেসামরিক নাগরিক এবং আহত হয়েছেন ২ সৈন্য।
ভারতের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার ইমাম সাহিব এলাকার বাসকুচান গ্রামে টহল দেওয়ার সময় সেনাবাহিনীর ৬২ নম্বর রেজিমেন্টের একটি দলের উপর সন্ত্রাসবাদীরা গুলি চালায়। ঘটনায় সেনাবাহিনীর গাড়ির চালক নাজির আহমেদ ও দুই সেনা অহত হন। নাজিরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়।
প্রসঙ্গত, এদিন সকালে শোপিয়ান জেলায় বিশাল সন্ত্রাসবাদী দমন অভিযান চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। গত কয়েক দিন যাবৎ কাশ্মীর সীমান্ত লাগোয়া অঞ্চলে সন্ত্রাসমূলক ঘটনার বৃদ্ধির জেরেই সেনাবাহিনীর পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। এই অভিযানে প্রায় ২৪টি গ্রামকে ঘিরে ফেলে তল্লাশি অভিযান চলে।
সূত্র : এবেলা