দেশ কবে হলো স্বাধীন
– ওমর অক্ষর
দলে দলে বল নিয়ে যখন করে খুনা-খুনি;
যৌতুকের দায়ে বনের আর্তনাদে মায়ের চোখে পানি
তখন মনে প্রশ্ন জাগে দেশ কবে হলো স্বাধীন?
দেশের অর্থ বিদেশ চলে যায় কোথায় থাকে আইন?
চোর কে পুজা করে নির্দোষের নামে মামলা;
ঘুষের টাকায় অট্রালিকা করছে যারা আমলা।
ঊর্ধ্বগতি বাজার নীতি জনগনের পাজরে সিঁধ!
খুনির গলায় মালা দিয়ে গাসনা ধর্মের গীত।
পানির নিচে গলিত লাশের পালিত গুন্ডাদের গন্ধ!
শিশু ধর্ষণ নারী নির্যাতন করতে হবে বন্ধ।
এবং আরো দিতে হবে ঋণ খেলাপির হিসাব;
বলতে হবে সাগর রুনি কি করেছিল পাপ?
মেধুয়ালারা দু:হাতে খাচ্ছে কৃষক পাইনা ভাত;
গরিবের রক্ত চুষে চুষে খেয়ে কে মিটাছে স্বাধ?
সময়ের মূল্য দিবে কখন ট্রেন কবে ছাড়বে রাস্তা জেম?
লোড সোটিং এর তিক্ত থাবা থেকে দেশ পাবে কবে খেম?
ভালো লাগে না ধর্মের পুকা বিদেশি কান পড়া;
নিজ ধর্মকে ধ্বংস করে কেন অয়েসষ্টান কালচারে সাড়া।
চাকরির চাবি মামার হাত থেকে কবে নিতে পারবো কেড়ে?
অধিকারের স্বাধীন ডানায় কবে যাবো উড়ে?
লেখব এবার উচিৎ কথা শোষক সাবধান;
ভালো হয়ে যারে তুই থাকলে সন্মান।
কলম এবার ধরেছি আমি মলমে হবে না কাজ;
৪৬ বছর পরেও কেন, পরাধীন কন্ঠ আজ?