যৌন হয়রানির দায়ে ঢাবির তিন শিক্ষার্থীকে শোকজ

শিক্ষা
Dhaka-University_69169ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে উর্দু বিভাগের তিন ছাত্রকে শোকজ করেছে কর্তৃপক্ষ। সংগীত বিভাগের তিন ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী।
এ ঘটনায় সোমবার সকালে উর্দু বিভাগের ছাত্রদের সঙ্গে সংগীত বিভাগের ছাত্রদের হাতাহাতির ঘটনাও ঘটেছে।
জানা গেছে, সোমবার সকাল নয়টার দিকে কলা ভবনের পঞ্চমতলা থেকে লিফটে করে নামছিলেন সংগীত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা আলম লিনা, শতাব্দী চন্দ্রিমা ধর ও নিশাত রহমান।
এ সময় লিফটে ছিলেন উর্দু বিভাগের চতুর্থ বর্ষের নাহিদ শিকদারসহ কয়েকজন সহপাঠী। নাহিদ ওই তিন শিক্ষার্থীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করে। লিফট থেকে নেমে ওই ছাত্রীরা ক্যাম্পাস শ্যাডোর দিকে গেলে নাহিদ ও তার সহপাঠীরা তাদের পিছু নেয়। এ সময়ও তারা তাদের উদ্দেশে ফের বাজে মন্তব্য করেন।
বিষয়টা জানতে পেরে শ্যাডোতে সংগীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বোরিকুল ইসলাম বাঁধন প্রতিবাদ করে। এ সময় বাঁধনকে একা পেয়ে নাহিদ ও তার সহপাঠীরা মারধর করে। অন্যদিকে তিন ছাত্রী বিষয়টি তাদের সহপাঠীদের জানালে তাদের ১০-১২ জন সহপাঠী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাহিদকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যায়। তখন নাহিদের অন্য বন্ধুরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বলেন, “নাহিদ ওই ছাত্রীদেরকে আপত্তিকর মন্তব্য করে। এ বিষয়ে ছাত্রীরা লিখিত অভিযোগ করেছে। যেহেতু নাহিদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেহেতু তাকে পুলিশে না দিয়ে তার বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেয়া হবে। আর নাহিদের সহপাঠী ও একই বিভাগের ছাত্র সেলিম ও আরিফকে শোকজ করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *