বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ২৪

Slider জাতীয় বরিশাল শিক্ষা সামাজিক যোগাযোগ সঙ্গী

121231hh

 

 

 

 

বরিশাল ;  বরিশাল বোর্ডে এবার এসএসসিতে পাসের হার ৭৭ দশমিক ২৪ শতাংশ। আজ বৃহস্পতিবার সকাল পৌ‌নে ১১টার দিকে ফলে পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্র‌ফেসর মো. আনোয়ারুল আজম।

আনোয়ারুল আজম আরো জানান, বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ২২৪ জন শিক্ষার্থী। তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৯৩ হাজার ৬৭৬ জন। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৩৬১ জন এবং ছাত্রী ৪৬ হাজার ৩১৫ জন। পাস করেছে ৭২ হাজার ৩৫৮ জন; পাসে ছাত্র ৩৫ হাজার ৩৯১ জন আর ছাত্রী ৩৬ হাজার ৯৬৭ জন।

পরীক্ষার ফল অনুযায়ী প্রতিবারের মতো এবারো বিভাগে পা‌সের হারে এগিয়ে রয়েছে ঝালকা‌ঠি জেলা। পাস ও জিপিএর হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ৪১ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাসের হার কমেছে দুই দশমিক ১৭ এবং জিপিএ ৫ কমেছে ৮২৫ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *