সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮০ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। শিক্ষাবোর্ড সচিব মোস্তফা কামাল আহমেদ আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।
শিক্ষাবোর্ড সচিব জানান, বোর্ডে এবার জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ৬৬৩ শিক্ষার্থী। ছেলে এক হাজার ৪২৭ ও মেয়ে এক হাজার ২৩৬ জন। মোট পাস ৭৫ হাজার ৩৭৪ জন। সিলেট শিক্ষাবোর্ড থেকে এবার পরীক্ষায় অংশ নেয় ৯৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে মোট পাস করে ৭৫ হাজার ৩৭৪ জন আর অকৃতকার্য হয়েছে ১৮ হাজার ৫৪১ জন।

