ভোলার মুগ ডাল যাচ্ছে জাপানে

Slider অর্থ ও বাণিজ্য সামাজিক যোগাযোগ সঙ্গী

114652ss

 

 

 

 

ভোলা প্রতিনিধি ;  ভোলায় কৃষকদের উৎপাদিত মুগ ডাল যাচ্ছে জাপানে। জাপানি রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্রামীণ ইউগ্লেনা মুগ ডাল ক্রয় করতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকালে জেলার সর্ব দক্ষিণের উপজেলা চরফ্যাশনের শশীভূষণে কৃষকদের কাছ থেকে মুগডাল সংগ্রহের কাজ উদ্ধোধন করেন রপ্তানিকারক প্রতিষ্ঠানটির প্রতিনিধি জাপানি নাগরিক গ্রামীণ ইউগ্লেনার ব্যবস্থাপক তমোইয়াসু এবানা।

এসব সংগ্রহকৃত মুগ ডাল জাপানে অঙ্কুরিত করার পর তা সালাদ হিসেবে ব্যাপক জনপ্রিয়। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পেইজ প্রকল্পের আওতায় গ্রামীণ জনউন্নয়ন সংস্থা জেলায় মুগ ডাল উৎপাদন ও বাজারজাতকরণের প্রকল্পের কাজ করছে। এ প্রকল্পের মাধ্যমে ভোলা জেলায় পাঁচটি উপজেলার আট হাজার কৃষক মুগ ডাল উৎপাদন করে। উৎপাদনকৃত মুগ ডাল রপ্তানির উদ্দেশ্যে কৃষকদের কাছ থেকে ক্রয়ের লক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পিকেএসএফ’র ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার মাসুম সরকার, গ্রামীণ জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, সমন্বয়কারী মো. মোস্তফা কামাল, ভ্যালু চেইন ফেসিলিটেটর মো. আবুবকর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *