চট্টগ্রামে মাদকের আখড়ায় অভিযান: ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার

Slider চট্টগ্রাম সামাজিক যোগাযোগ সঙ্গী

093736fanci_kalerkantho_pic

 

 

 

 

 

বন্দরনগরী চট্টগ্রামে মাদকের আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন সংলগ্ন ওই কলোনিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত উপ-কশিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন, “গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৪টা থেকে নগর পুলিশের শতাধিক সদস্য নয়টি দলে ভাগ হয়ে অভিযান চালায়। অভিযানে কলোনির বিভিন্ন স্থানে মাটির নিচে পুঁতে রাখা ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।  মাটি খুঁড়ে বিশেষ কৌশলে ড্রাম বসিয়ে ফেন্সিডিলগুলো রাখা হয়েছিল। ওই রকম ৪টি গর্ত থেকে ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ”

তিনি আরও জানিয়েছেন, এই অভিযানে শতাধিক পুলিশ সদস্য অংশ নেয়। ওই বস্তাগুলোতে কী পরিমাণ ফেন্সিডিল আছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সংখ্যাটা যে প্রচুর হবে তাতে কোনো সন্দেহ নেই। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *