পোপ ফ্রান্সিস আগামী বছর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি পূর্বাঞ্চলীয় শহর ফিলাডেলফিয়ায় পরিবার বিষয়ক বৈষিক সম্মেলনে যোগ দেবেন। এটাই হবে পোপের প্রথম আমেরিকা সফর।
পোপ তাঁর দায়িত্ব গ্রহণের ২০ মাসের মধ্যে পূর্ব ইউরোপ, এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং মধ্যপ্রাচ্য সফর করেছেন। সোমবার, তাঁর দপ্তর এই সফরের কথা নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের গীর্জার নেতারা জানিয়েছেন যে পোপ তাঁর সফর পরিকল্পনায় নিউ ইয়োর্ক, জাতিসংঘ এবং ওয়াশিংটন সফর অন্তর্ভূক্ত করবেন বলে মনে করা হচ্ছে। তবে ভ্যাটিকান এখন পর্যন্ত শুধুমাত্র ফিলাডেলফিয়ার কথাই উল্লেখ করেছে। সেপ্টেম্বর মাসে ২৭ তারিখে ফিলাডেলফিয়া মিউজিয়াম অফ আর্ট ভবনের সামনে উন্মুক্ত প্রংগনে অনুষ্টিত হবে এই প্রার্থনা সভা।
সারা বিশ্বের ১২০ কোটি ক্যাথলিক ধর্মপ্রাণ মানুষের নেতা পোপ ফ্রান্সিস হচ্ছেন চতুর্থ পোপ যিনি আমেরিকা সফর করবেন।
পোপ তাঁর দায়িত্ব গ্রহণের ২০ মাসের মধ্যে পূর্ব ইউরোপ, এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং মধ্যপ্রাচ্য সফর করেছেন। সোমবার, তাঁর দপ্তর এই সফরের কথা নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের গীর্জার নেতারা জানিয়েছেন যে পোপ তাঁর সফর পরিকল্পনায় নিউ ইয়োর্ক, জাতিসংঘ এবং ওয়াশিংটন সফর অন্তর্ভূক্ত করবেন বলে মনে করা হচ্ছে। তবে ভ্যাটিকান এখন পর্যন্ত শুধুমাত্র ফিলাডেলফিয়ার কথাই উল্লেখ করেছে। সেপ্টেম্বর মাসে ২৭ তারিখে ফিলাডেলফিয়া মিউজিয়াম অফ আর্ট ভবনের সামনে উন্মুক্ত প্রংগনে অনুষ্টিত হবে এই প্রার্থনা সভা।
সারা বিশ্বের ১২০ কোটি ক্যাথলিক ধর্মপ্রাণ মানুষের নেতা পোপ ফ্রান্সিস হচ্ছেন চতুর্থ পোপ যিনি আমেরিকা সফর করবেন।
– সূত্র : ভিওএ