ঢাকা ; গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকায় ঝড়ের কবলে পড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। এ সময় বেশ কয়েকটি উড়োজাহাজ নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।
এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দাগামী বিজি ০৩৫ ফ্লাইটটি রাত ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছাড়ে সোয়া ৯টায়।
এছাড়া ঢাকা থেকে মাস্কাটগামী বিজি০২১ ফ্লাইটটি রাত ৮টা ১০ মিনিটে ঢাকা ছাড়ার কথা থাকলেও তা ছাড়তে সোয়া এক ঘণ্টা দেরি হয়। কুয়ালালামপুর থেকে রাত ১০টায় একটি ফ্লাইট ঢাকায় এলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা নামতে পারছিল না বলে জানা যায়।