স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ইবির নতুন প্রশাসন সর্বত্র মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করবে, কোনভাবেই তাদের অবমূল্যায়ন করা হবে না । ইসলামী বিশ্ববিদ্যালয় কে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে। ইসলামী বিশ্ব বিদ্যালয়ের প্রকৌশল বিভাগের কর্মচারী বীরমুক্তিযোদ্ধা আলী আহম্মদ এর স্মরণ সভায় একথা বলেন ইসলামী বিশ্ব বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.মো: হারুণ-উর-রশিদ আসকারী। রবিবার বিকালে ঝিনাইদহের শৈলকুপায় রাহাতুন নেছা গার্লস স্কুল এন্ড কলেজে সম্মিলিত নাগরিক সমাজ আয়োজিত স্মরণ সভায় বক্তারা আরো বলেন, নতুন প্রজন্ম কে মুক্তিযুদ্ধের চেতনায় বড় হতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন ইসলামী বিশ্ব বিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড.মো:শাহীনুর রহমান, ইবি ট্রেজারার ড. মো: সেলিম তোহা প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা দবির উদ্দিন জোয়ার্দ্দার।সম্মিলিত নাগরিক সমাজের পক্ষে আলী আহম্মদ স্মরণ সভার অনুষ্ঠান উপস্থাপন করেন কে এম শরীফ ।