বলিউড পরিচালক এসএস রাজমৌলি ২০১৫ সালে ‘বাহুবলী দ্য বিগিনিং’ ছবি মুক্তির পর এর প্রতি দর্শকদের প্রবল আগ্রহে ‘বাহুবলী দ্য কনক্লুশন’ তৈরি করেন। মুক্তির পরেই বাহুবলী টু’র রেকর্ড। প্রথম রেকর্ড হলো, ভারতের ৬ হাজার ৫০০ পর্দায় মুক্তি দেয়া হয়েছে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’।
মুক্তির প্রথমদিনই ছবিটির আয় ১শ কোটি। এযাবতকালে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সিনেমা মুক্তির প্রথমদিন একশ কোটি আয়ের কাছাকাছি যেতে পারেনি কোনো চলচ্চিত্র।
শুক্রবার এসএস রাজমৌলির পরিচালনায় নির্মিত ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ মুক্তি পেয়েছে। আর মুক্তির সঙ্গে সঙ্গে আগেকার সব রেকর্ড ভেঙে প্রথমদিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়ে ফেলেছে ‘বাহুবলী টু’।
এর আগে ২০ কোটি ৪২ লাখ রুপি নিয়ে মুক্তির প্রথমদিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ছিল শাহরুখের ‘রইস’ এর। উল্লেখ্য, ২০১৫ সালে নির্মিত ‘বাহুবলী: দ্য বিগিনিং’র দ্বিতীয় পর্ব ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, প্রভাষ, আনুশকা শেঠি, রানা দাগ্গুবতি ও সত্যরাজ’সহ অনেকে।