যেসব জঙ্গি পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি নয় তাদেরকে হামলার লক্ষ্যবস্তু না বানাতে পাক সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ। তিনি একটি পশ্চিমা বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “আমেরিকার শত্রুদেরকে আমরা কেন অনর্থক আমাদের শত্রু বানাবো?”
পদাধিকার বলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরও দায়িত্ব পালন করছেন সারতাজ আজিজ। তিনি ওই সাক্ষাৎকারে বলেন, আমেরিকা যখন আফিগানিস্তানে হামলা করে তখন ওই আমেরিকারই পক্ষ থেকে প্রশিক্ষণ ও অস্ত্র পাওয়া জঙ্গিরা পাকিস্তানে এসে আশ্রয় নেয়। এসব জঙ্গির কেউ কেউ পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এবং কেউ কেউ পাকিস্তানের জন্য কোনো ধরনের হুমকি ছিল না। “এ অবস্থায় আমরা কেন তাদের সবাইকে আমাদের শত্রু বানিয়ে যুদ্ধে লিপ্ত হবো?”
উগ্র জঙ্গিগোষ্ঠী হাক্কানি নেটওয়ার্ক সম্পর্কে প্রশ্ন করা হলে এ জবাব দেন সারতাজ আজিজ। তিনি বলেন, আফগান তালেবান আফগানিস্তানের জন্য সমস্যা, পাকিস্তানের জন্য নয় এবং হাক্কানি নেটওয়ার্ক তারই একটি অংশ। আফগান সরকারকে এ বিষয়টির সমাধান করতে হবে ইসলামাবাদকে নয়।
সূত্র : আইআরআইবি