শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উঠল ভারত: পয়েন্ট বাড়ল বাংলাদেশের

Slider খেলা সামাজিক যোগাযোগ সঙ্গী
121231
পাঁচ পয়েন্ট পেয়ে আইসিসি ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে উঠে এল ভারতীয় ক্রিকেট দল। শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। এই দুই দলই তাদের জায়গা ধরে রাখল। চার নম্বর থেকে ভারতের তিন নম্বরে উঠে আসার দিনই  নিউজিল্যান্ড তিন নম্বর থেকে নেমে গেল চার নম্বরে। পাঁচ নম্বরে রয়েছে ইংল্যান্ড।
এই র‌্যাঙ্কিংয়ে সব থেকে চাপে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের থেকে ন’পয়েন্ট এগিয়ে আট নম্বরে রয়েছে পাকিস্তান। যদিও দু’দলই তাদের পয়েন্ট হারিয়েছে। পাকিস্তান ৯০ থেকে নেমেছে ৮৮তে। ওয়েস্ট ইন্ডিজ ৮৩ থেকে ৭৯তে। যদিও ওয়েস্ট ইন্ডিজের থেকে পাকিস্তানের ব্যবধান বেড়েছে। এই দু’দলেরই ২০১৯ আইসিসি বিশ্বকাপের যোগ্যতা অর্জন নির্ভর করবে তাদের র‌্যাঙ্কিংয়ের উপর। নিয়ম অনুযায়ী র‌্যাঙ্কিংয়ের প্রথম সাত দল ও আয়োজক দেশ ইংল্যান্ড সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে। বাকিদের কোয়ালিফাইং খেলে আসতে হবে।

সাত নম্বরে থাকা বাংলাদেশ ও ছ’নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট বেড়েছে। ১০ নম্বরে রয়েছে আফগানিস্তানই। ১১ নম্বরে রয়েছে জিম্বাবোয়ে।

স্থান দল ম্যাচ পয়েন্ট রেটিং
 দক্ষিণ আফ্রিকা ৪৪ ৫,৪২৮ ১২৩
 অস্ট্রেলিয়া ৪৬ ৫,৪৪২ ১৮৮
ভারত ৩১ ৩,৬৩৮ ১১৭
 নিউজিল্যান্ড ৪০ ৪,৫৮৬ ১১৫
 ইংল্যান্ড ৪১ ৪,৪৭৫ ১০৯
শ্রীলঙ্কা ৪৬ ৪,২৭৩ ৯৩
বাংলাদেশ ২৫ ২,২৮২ ৯১
পাকিস্তান ৩৬ ৩,১৭০ ৮৮
ওয়েস্ট ইন্ডিজ ৩০ ২,৩৫৫ ৭৯
১০  আফগানিস্তান ২৮ ১,৪৬৩ ৫২
১১  জিম্বাবোয়ে ৩৬ ১,৬৪০ ৫৬
১২ আয়ারল্যান্ড ২০ ৮৬৬ ৪৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *