রাজধানীতে লেগুনার ধাক্কায় জয়নাল (৪২) নামে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। গুলিস্তান নাট্যমঞ্চের গেটের সামনে মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের এএসআই মমিনুল ইসলাম জানান, পরিচ্ছন্নতাকর্মী জয়নাল প্রতিদিনের মতো ওই এলাকায় কাজ করছিলেন। এ সময় একটি লেগুনা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
আহতাবস্থায় এএসআই মমিনুল তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার পরনে সিটি করপোরেশনের পোশাক ছিল।
