মুক্তির প্রথম দিনেই রেকর্ড

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

63684_mukti

 

 

 

 

 

 

 

‘বাহুবলি’র বড় সাফল্যের পর এর সিক্যুয়াল হিসেবে নির্মিত ‘বাহুবলি : দ্য কনক্লশন’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। মুক্তির প্রথম দিনেই রেকর্ড। শত কোটি রুপি আয়। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির নতুন আরেক ইতিহাস সৃষ্টি করলো ছবিটি। দক্ষিণ ভারতের পরিচালক এস এস রাজমৌলির ‘বাহুবলি’ সিরিজের শেষ কিস্তি এটি। বলিউডের স্বনামধন্য নির্মাতা করণ জোহর শনিবার রাতে তার টুইটে বলেন, ইতিমধ্যে ১২১ কোটি রুপি ছাড়িয়েছে বাহুবলি। হিন্দি ভার্সন আয় করেছে ৪১ কোটি রুপি। তেলেগু, তামিলসহ অন্য ভার্সন আয় করেছে ৮০ কোটি রুপি। এরই মধ্যে ইতিহাস সৃষ্টি হয়ে গেছে। সিনেমাটি ১০০ কোটির ক্লাবে স্থান করে নেয়ার পরই বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ তার টুইটে জানান, অসাধারণ, অপূর্ব ও অকল্পনীয় সাফল্যের পথে বাহুবলি। কারণ মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে নিয়েছে মোট ১০০ কোটি রুপি। কোনো উৎসব ছাড়াই মুক্তি দেয়ার পরও ছবির এমন সফলতায় অবাক হচ্ছেন সবাই। বক্স অফিসের হিসাব মতে, শনি ও রোববার ছুটির দিনে এ আয়ের সংখ্যা আরও দু-তিনগুণ বেড়ে যেতে পারে। মাত্র ২৪ ঘণ্টার মেয়াদে টিকিট বিক্রি করে রেকর্ড গড়ে বাহুবলি। এর আগে এই রেকর্ড ছিল আমির খানের ‘দঙ্গল’ ছবির। ছবিটি মুক্তি পাওয়ার আগের ২৪ ঘণ্টায় প্রায় ১০ লাখ টিকিট বিক্রি হয়েছে। বাহুবলির শেষ কিস্তি হাজার কোটি টাকার ব্যবসা করে নতুন করে বক্স অফিসে ‘হাজারি’ ক্লাব খুলবে বলে ধারণা করা হচ্ছে। এ সিরিজের প্রথম ছবি ‘বাহুবলি : দ্য বিগিনিং’ ভারতে এবং ভারতের বাইরে সর্বমোট আয় করেছিল ৭০০ কোটি রুপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *