সেলফি তুলতে আজকাল সবাই এক্সপার্ট। কিন্তু এবার সেই সেলফিই যদি তোলা মাত্রই প্রিন্ট আউট হয়ে বেড়িয়ে আসে তবে কেমন হয় বলুন তো? সম্প্রতি ফরাসি কম্পানি এমন এক স্মার্টফোন কভার আবিষ্কার করেছে, যা এক মিনিটেরও কম সময়ে মোবাইলে তোলা সেলফির প্রিন্ট আউট দিতে পারে। ফরাসি সংস্থার আবিস্কার করা নতুন এই স্মার্টফোন কভারে রয়েছে একটি ইনবিল্ট প্রিন্টার।
আপনার স্মার্টফোনের ব্লুটুথের সঙ্গেই কানেক্ট করা যাবে এই প্রিন্টারটি। যা মাত্র ৫০ সেকেন্ডে সেলফির প্রিন্টআউট আপনার হাতে দিতে পারবে। ডেভলাপাররা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি এই কভারটি ৩০ সেকেন্ডের মধ্যেই ছবি প্রিন্ট করতে পারবে।
ফরাসী সংস্থার সিইও ক্লিমেন্ট পেরট জানিয়েছেন, আপাতত এই কভারে মাত্র একটিই কাগজ লাগানো যাবে। কিন্তু পরবর্তিতে কাগজের সংখ্যা ৩০ হয়ে যাবে। তিনি আরও জানান, আগামী সালের জানুযারি মাসের মধ্যেই বাজারে আসতে চলেছেন এই নতুন স্মার্টফোন কভার। কম্পানি আপাতত চার ইঞ্চি মাপের কভারই বানিয়েছে। তবে পরবর্তিতে আরো বড় মাপের কভার বানানোর কথাই পরিকল্পনা করেছে কম্পানি। এই নয়া স্মার্টকভারের দাম ৯৯ ডলার।
এ ব্যাপারে কম্পানির কর্মকর্তারা আরো জানিয়েছে, প্রিন্ট অ্যাপের মাধ্যমে ছবি তুললে এই অ্যাপটি ছবি তোলার আগের মুহূর্তটি আপনার ফোনে ভিডিও রেকর্ড করে রেখে দেবে। এই অ্যাপটি ভার্চুয়ালি আপনার ছবিকে ভিডিওতে পরিণত করতেও সক্ষম।