সেমিস্টার পরীক্ষার খাতায় উল্লিখিত প্রশ্নের উত্তর না-দিয়ে, কেউ ‘প্রেম’ বিষয়ে জ্ঞানগর্ভ ‘থিসিস’ লিখেছেন, কেউ আবার পাতার পর পাতা হিন্দি ও বাংলা ছবির গান নয়তো প্রেমের কবিতা। আবার, গালিগালাজ অকথা-কুথায় পরীক্ষার্থী গোটা খাতা ভরিয়েছেন, এমনও হয়েছে। উত্তরবঙ্গের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ল কলেজের এই ঘটনায় কমপক্ষে ১০ ছাত্রকে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ। পরীক্ষার নিয়ামক সনাতন দাস জানিয়েছেন, পরীক্ষার খাতায় ভুল উত্তর দিতেই পারতেন আইনের তৃতীয় বর্ষের এই পড়ুয়ারা। তা না-করে, অশালীন ভাষা থেকে প্রেমের কবিতা, ফিল্মি গান থেকে প্রেমের নিবন্ধ লিখে তাঁরা পাতা ভরিয়েছেন। এটা অত্যন্ত আপত্তিজনক ঘটনা, মানা যায় না। এ নিয়ে গঠিত শৃঙ্খলারক্ষা কমিটির রিপোর্টের পরেই দোষী পরীক্ষার্থীদের দু-বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, তদন্ত কমিটির কাছে অভিযুক্তরা নিজেদের দোষ কবুলও করে। পরীক্ষা নিয়ামক এদিন জানিয়েছেন, শাস্তির মেয়াদ পূর্ণ হওয়ার পর অভিযুক্তরা আবার কলেজে রিঅ্যাডমিশন নিতে পারবেন। ২০১৭ জানুয়ারিতে এই সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশিত হয়। দেখা যায় ১৫০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৪০ জন পাশ করেন। শুধু পরীক্ষার খাতায় হিজিবিজি লিখে সময় নষ্টই নয়, রেজাল্ট বেরোনোর পর কলেজে ওই পড়ুয়ারা ভাঙচুরও করেন।
সুত্রঃ এই সময়