কারাদণ্ডপ্রাপ্ত গুপ্তচরকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠালো চীন

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাবিশ্ব

1493451955

 

 

 

 

গুপ্তচরবৃত্তির অভিযোগে সাড়ে তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত মার্কিন নারী ব্যবসায়ীকে সেদেশে ফেরত পাঠিয়েছে চীন। এর আগে, চীনের আদালত এক আদেশে ওই নারীকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর নির্দেশ দেয়। খবর বিবিসি’র।

গত মঙ্গলবারে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর নানিংয়ের এক আদালত হিউস্টনের অধিবাসী স্যান্ডি ফান-গিলিস নামের ওই নারীকে সাড়ে তিন বছরের কারাদণ্ড প্রদান করে। তবে তাকে এই সাজা ভোগ করতে হবে না বলে পরবর্তীতে জানানো হয়।

ইতোমধ্যে বিচারের আগেই তিনি দুই বছর অতিরিক্ত সাজা ভোগ করেছেন বলে আদালতের বিবৃতিতে জানানো হয়েছে। ভিয়েতনামে জন্মগ্রহণকারী চীনা বংশোদ্ভূত এই নারীকে টেক্সাসের কর্মকর্তাদের সঙ্গে এক ব্যবসায়িক ভ্রমণকালে আটক করা হয় এবং ২০১৫ সাল থেকেই তিনি চীনের হেফাজতে রয়েছেন।

স্যান্ডির স্বামী জেফ গিলিস বলেছেন, ১৯৯৬ সালে গুপ্তচর মিশনে দেশটিতে দুইবার ভ্রমণের জন্য তার স্ত্রীকে অভিযুক্ত করেছে চীন। এছাড়া যুক্তরাষ্ট্রে অপর দুই চাইনিজ গুপ্তচরকে ধরার জন্য এফবিআইয়ের হয়েও তাকে কাজ করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *