গতকাল স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ২৩ মিনিটে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে এর মাত্রা ছিল ৭.১ রিখটার স্কেল। তবে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।
ইউএসজিএস’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেপ-সাংঘি-সুলুত থেকে ২১০ কিলোমিটার দূরে।