যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের শততম দিন পূর্ণ হচ্ছে শনিবার। হোয়াইট হাউসের এই দিনগুলোতে তার আগের জীবনটা খুব মিস করছেন বলে জানিয়েছেন ধনকুবের এই প্রেসিডেন্ট।
১০০ দিন কেমন কাটালেন জানতে স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি হয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। ওভাল অফিসে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে অনেক কথা বলেছেন তিনি। খবর বিবিসি’র।
ট্রাম্প জানান, তিনি তার আগের লাইফস্টাইল খুব মিস করেন। কারণ তখন তার অনেক কিছু করার ছিল।
প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের মনে হয়েছে, হোয়াইট হাউজে নতুন কাজ তার আগের কাজের তুলনায় মোটেই সহজ নয়, তাতে তিনি অবাক হয়েছেন।
তিনি বলেন, ‘এখন আমাকে আগের চেয়ে অনেক বেশি কাজ করতে হয়। আমি ভেবেছিলাম, এই কাজটা হবে সহজ।’
তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এসব কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এরইমধ্যে অনেকে তাকে ব্যঙ্গ-বিদ্রুপ করতে শুরু করেছেন।
একজন টুইটারে লিখেছেন, ‘আমি বুঝতে পারি ট্রাম্পের কেমন লাগছে। আমিও ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে আমার জীবনটা খুব মিস করি।’
তবে কেউ কেউ লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আসলে অকপট। নতুন দায়িত্বে তাকে প্রচুর নতুন জিনিস শিখতে হচ্ছে। অকপটে সেটাই তিনি বলেছেন।