শিবনগরের চার জঙ্গির লাশ দাফন

Slider গ্রাম বাংলা

63474_29

 

চাঁপাইনবাবগঞ্জ;  শিবগঞ্জে জঙ্গি আস্তানায় নিহত চার জঙ্গির লাশ দাফন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কবরস্থানে শুক্রবার রাত আড়াইটার দিকে এই চারজনের লাশ দাফন করা হয়।
শুক্রবার (২৮শে এপ্রিল) রাত ৮টার দিকে চার জঙ্গির লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। নিহত চার জঙ্গির মধ্যে আবুল কালাম আবু ছাড়া (৩০) অন্যদের পরিচয় না জানা যায়নি, তাই  তাদের লাশ অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়। শিবগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হাবিবুল ইসলাম হাবিব এর সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে শিবগঞ্জ থানায় গতকাল রাতে একটি মামলা দায়ের করেছে।  এ ছাড়া শিবগঞ্জ এলাকায় স্থানীয় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর-চককীর্ত্তি ইউনিয়নের ত্রিমোহনী-শিবগঞ্জ গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ২৬শে এপ্রিল একটি বাড়ি ঘিরে রাখে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে ঢাকা থেকে সোয়াত টিম সেখানে অপরাশেন ‘ঈগল হান্ট’ শুরু করে। বৃহস্পতিবার অভিযান শুরু হলে চার জঙ্গি আত্মঘাতী হয়। পরে বিকালে ওই বাড়ি থেকে জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়া (২৭) ও দুই বছরের মেয়ে সাজিদাকে জীবিত উদ্ধার করা হয়। সুমাইয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *