গতকাল শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিটে সিলেটে মৃদু কম্পন অনুভূত হয়েছে। এর রিখটার স্কেল ছিল ৪.১ মাত্রার। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, কম্পনটির উৎপত্তিস্থল ছিল মেঘালয় এবং এর মাত্রা ছিল ৪.১ রিখটার স্কেল। সিলেট থেকে ভূকম্পনটির উৎপত্তিস্থলের দূরত্ব ৮৭ কিলোমিটার ছিল বলে জানিয়েছেন তিনি।