জেতেনি কেউ, ম্যানচেস্টারে খুশি দু’দলই

Slider খেলা সামাজিক যোগাযোগ সঙ্গী

63333_mancester

 

 

 

 

ম্যানচেস্টার দ্বৈরথে বৃহস্পতিবার রাতের খেলায় জেতেনি কোন দলই। তবে না হারার কারণে খুশি থাকতে পারে দুই দলই। ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেডের লড়াইটা এখন আর শিরোপার নয়, নয় দ্বিতীয় বা তৃতীয়স্থানের। তাদের মধ্যে লড়াই এখন চার নম্বর স্থান ঘিরে। শীর্ষ চারে থাকতে পারলেই আগামী মৌসুমে খেলা যাবে চ্যাম্পিয়ন্স লীগের মূল পর্বে। শেষ পর্যায়ে লীগ। বাকি আর পাঁচ খেলা। এতে পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। আর পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দুই দলের ব্যবধান মাত্র ১ পয়েন্ট। ৩৩ খেলায় ম্যানসিটির ৬৫ আর ম্যানইউয়ের ৬৪। গতকাল হারজিত হলে চিত্রটা পাল্টে যেত। বিজয়ী দল উঠে যেতে পারতো তিন নস্বরে। কারণ তিনে থাকা লিভারপুলের পয়েন্ট ৬৬। দলটি এখনো তিনে থাকা নিয়ে শঙ্কায়। লিভারপুল একটি ম্যাচ বেশি খেলেছে। ম্যানচেস্টার সিটির মাঠে হওয়া এ খেলায় কোন গোল হয়নি। আলোচিত ঘটনা হলো সফরকারী দলের মারুয়ানি ফেলাইনির লালকার্ড। স্বাগতিক দলের আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে মাথা দিয়ে গুতো দেয়ায় বহিস্কৃত হন তিনি। লা লিগার দুই সেরা কোচ গার্দিওলা আর মরিনহোর আগের আগের দেখায় জিতেছিল ম্যানচেস্টার সিটি। তবে এ ড্রয়ের ফলে ম্যানচেস্টার ইউনাইটেড লীগে টানা ২৪ খেলায় অপরাজিত রইলো। সামরে পথটা অবশ্য ম্যানচেস্টার সিটিরই সহজ। তেমন বড় দলের বিপক্সে খেলা নেই তাদের। আর ম্যানইউর খেলা বাকি আর্সেনাল আর টটেনহ্যামের বিপক্ষেও। এর মাঝে তাদের ইউরোপা লীগের সেমিফাইনালের দুই লেগ খেলতে হবে সেল্টা ভিগোর বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *