এম আরমান খান জয়,গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ৪ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাহেব আলী ও শওকত আলীর মধ্যে নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এই দুই প্রার্থী সম্পর্কে চাচাতো ভাই।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মারামারি থেমে যায়। এতে দুই প্রার্থীই আহত হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। মামলা হলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য গত মঙ্গলবার মুকসুদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।